বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
উপজেলা পরিষদ নির্বাচন 

চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের আচরণ বিধিমালা অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের আচরণ বিধিমালা অবহিতকরণ সভা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে। 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। 

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা তুলে ধরেন জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম। সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা ছাড়াও ৪ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ৪ থানার ওসি, ৪ উপজেলার নির্বাচন অফিসাররা অংশগ্রহণ করেন। 

আগামী ৮মে ১ম ধাপে নাচোল ভোলাহাট ও গোমস্তাপুরে এবং আগামী ২১ মে ২য় ধাপে শিবগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নাচোল ভোলাহাট ও গোমস্তাপুরের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ  দেয়া হয়েছে। তারা এখন প্রচারণায় ব্যাস্ত হয়ে পড়েছেন। 

এবার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নারী ও পুরুষ পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী আচরণ বিভিমালা কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। 

টিএইচ