মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ওনিয়েন্টেশন সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ওনিয়েন্টেশন সভা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু কিশোর কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের ভূমিকা’ শীর্ষক এক ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ আগস্ট) ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিসেফ প্রধান এএইচ তৌফিক আহমেদ। সভা সঞ্চালনা করেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।

সভায় নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

টিএইচ