শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। খরিপ-২, ২০২৩-২০২৪ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেয়া হচ্ছে। 

প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে মাসকলাই আবাদের জন্য ৫ কেজি বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেয়া হচ্ছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা। আগামী দুইদিনের মধ্যে বিতরণ শেষ হবে বলে জানানো হয়।  

টিএইচ