শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে মদসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মদসহ নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ১৪২ বোতল দেশি মদসহ মোসা. শাহানা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া নারী জেলার সদর উপজেলার চৌধুরী টোলা গ্রামের মৃত দুলু মণ্ডলের স্ত্রী। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব জানতে পারে মোসা. শাহানা খাতুনের বাড়িতে বিপুল পরিমাণ বোতলজাত দেশি মদ রয়েছে। এমন খবর পেয়ে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গত শনিবার রাতে মোসা. শাহানা খাতুনের বাড়িতে অভিযান চালায়। 

অভিযানে ১৪২ বোতল দেশি মদসহ মোসা. শাহানা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে। এর আগেও তার নামে একটি মামলা রয়েছে বলে র্যাব জানায়।

টিএইচ