সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার (৪ জুন) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ রবিউল ইসলাম দণ্ডিতদের অনুপস্থিতিতে (পলাতক) এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেন আদালত। 

দণ্ডিতরা হলেন, শিবগঞ্জের ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ার মৃত ফেলু মণ্ডলের ছেলে আব্দুস সালাম ও  চামা দুখুর মোড় গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোলঘরের অদূরে একটি ট্রাকের গতিরোধ করে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

এ ঘটনায় হাতেনাতে আটক হয় সালাম ও রকিফুল। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মাদকদ্রব্য কার্যালয়ের উপ-পরিদর্শক ফজলুল হক মামলার অভিযোগপত্র জমা দেন।

টিএইচ