সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে পাঁচজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে পাঁচজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন এই দণ্ড প্রদান করেন। 

মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এতথ্য জানিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মৃধাপাড়া, মাঝপাড়া ও পিটিআই বস্তি এলাকায় সদর ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় পাঁচজনকে মাদক সেবনের অপরাধে একবছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া  নিয়ামত আলী (৫১) নামের একজনকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার (বর্তমান ঠিকানা মাঝপাড়া) মৃত হোসেন আলীর ছেলে। তাকে তার মাঝপাড়ার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

টিএইচ