রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র ব্যবস্থাপনায় ১শ নারীর মধ্যে কম্বল বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)। মঙ্গলবার (৯ জানুয়ারি) ৫৩ বিজিবির সদর দপ্তর এলাকায় বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কম্বলগুলো বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির রাজশাহী উপ-শাখার সহ-সভানেত্রী তানিয়া নূর, চাঁপাইনবাবগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদিক নাহিদা ইয়াসমিন পপি ও কোষাধ্যক্ষা শান্তা খাতুন।

অনুষ্ঠানে জানানো হয়, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। প্রতিবছর শীত মৌসুমে শীতার্ত দুস্থ মানুষের মাঝে সীমানা পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেন। 

কল্যাণমূখী সেই উদ্যোগের অংশ হিসেবে বিগত বছরের মতো এই এলাকার অঞ্চলের শীতার্ত দুস্থ ১শ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হলো। 

টিএইচ