শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর কম্বল বিতরণ

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ জনসেবামূলক নানাবিধ কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ৪শ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) জেলার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন ৯ বীর (মেকানাইজড)’র অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান।

সেনাবাহিনীর সদর দপ্তরের ১১ পদাতিক ডিভিশন এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) এই কম্বল বিতরণের আয়োজন করে। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

টিএইচ