মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে ৬ ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ছাগল প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে ৬ ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ছাগল প্রদান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ৩টি করে ছাগল প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ছাগলের খাদ্য হিসেবে ৬ কেজি করে গম ও ৪ কেজি করে গমের ভূষি প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এসব ছাগল ও ছাগলের খাদ্য প্রদান করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস বিতরণের আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিনসহ অন্যরা।

টিএইচ