রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে নকল নবিশদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি

চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে নকল নবিশদের কর্মবিরতি

চাকরি জাতীয়করণের একদফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইল জেলার সকল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা। সারা দেশের ন্যায় গত ২০ অক্টোবর থেকে বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা একদফা দাবিতে এ কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে।

এতে বেকায়দায় পড়েছে সেবা নিতে আসা শত শত সেবাগ্রহীতা। সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সেবা নিতে আসা আরিফুর রহমান জানান, আমি জমি ক্রয় করে তা রেজিস্ট্রি করে নামজারি করার জন্য সার্টিফাই কপি উঠাতে দিয়ে এক সপ্তাহ ধরে ঘুরতেছি কিন্তু কর্মবিরতি কারণে উঠাতে পাচ্ছিনা।

আরেক সেবা গ্রহীতা দেলোয়ার হোসেন বলেন, আমি ব্যাংক মর্গেজ দলিল করছি কিন্তু সার্টিফাই কপি উঠাতে না পারায় ব্যাংক লোন করতে পাচ্ছিনা।

নকল নবিশরা সূত্রে জানা যায়, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। প্রতিটি অফিসে ২০ থেকে ৩০ জন নকল নবিশ নিয়মিত কাজ করে যাচ্ছে কিন্তু,  কোন নকল নবিশ সরকারি বেতন ভাতা পায়না। 

গ্রহীতার নিকট থেকে এন ফি বাবদ সরকার নির্ধারিত প্রতি পৃষ্ঠা ৬০ টাকা আদায় হলেও নকল নবিশরা মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে  দলিলের বালাম কপি করে থাকে। মাসে মাত্র অল্প কিছু টাকা পারিশ্রমিক পায়। নকল নবিশরা প্রতিটি অফিসের মূল চালিকাশক্তি। ব্রিটিশ আমল থেকে নকল নবিশরা একইভাবে চলে আসছে তাই অবিলম্বে নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানান তারা।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার নকল নবিশ ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ নকল নোটিশ এসোসিয়েশনের নেতারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

টিএইচ