শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে আনসার সদস্যদের কর্মবিরতি 

বরিশাল ব্যুরো  

চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে আনসার সদস্যদের কর্মবিরতি 

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শনিবার (২৪ আগস্ট) বরিশালে সাধারণ আনসার সদস্যরা কর্মবিরতি পালন করছেন। একই দাবিতে গত শুক্রবার নগরীর বেলর্স পার্ক সংলগ্ন আনসার ও ভিডিপি বরিশাল রেঞ্জ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। 

পরে আনসার সদস্যরা দলে দলে রেঞ্জ কার্যালয়ে জড়ো হয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকালে তারা বাহিনীর পোশাক পরা ছিলেন। এসময় তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে প্রায় এক হাজার আনসার সদস্য অংশগ্রহণ করেন। 

বিক্ষোভে অংশ নেয়া আনসার সদস্য আবু হানিফ, আলতাফ হোসেন, সাইফুল বলেন, আমরা অস্ত্রধারী প্রশিক্ষিত আনসার। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দেই। গত ৫ আগস্টের পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারা দিয়েছি। 

পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। অনেকক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। এখন আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

টিএইচ