বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে নকল নবিশদের বিক্ষোভ

রংপুর ব্যুরো

চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে নকল নবিশদের বিক্ষোভ

রংপুর বিভাগীয় নকল নবিশ কর্মচারীদের এক দফা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নকল নবিশরা। গত শনিবার রংপুর বিভাগের ৬১টি থানার ৬৩টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশদের নেতারা রংপুর জেলা ও সাব রেজিস্ট্রার অফিসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সমন্বয়কারী তাছিকুর রহমান রিগান, সেলিনা বেগম, রিয়াজুল হক, এলাহী শসাগর, গোলাম মোস্তফা বাবু ও দিনাজপুরের তাজমুন নাহার ছন্দা, আলমগীর হোসেন, ঠাকুরগাঁও থেকে হারুন অর রশিদ, কুড়িগ্রামের শাহ মোস্তফা রিপন, গাইবান্ধার আল আমিন লালমনিরহাটের দুর্জয়, পঞ্চগড়ের এলাহী সাগর প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ২ শতাধিক নকলনবিশ কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশে উপস্থিত ছিলেন। তারা বলেন, আমরা দীর্ঘ ৩০ বছর ধরে আন্দোলন চালিয়ে আসছি। 

আমাদের প্রতি অনেক বড় বৈষম্য হয়ে আসছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কাজ করা এই নকল নবিশ কর্মচারীদের মাসিক কোন বেতন নাই, দলিল প্রতি কমিশনভিত্তিক সামান্য টাকা পাই সেটা বর্তমানে সংসার জীবন চলা খুবই কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশে ৫১৬ টি সাব রেজিস্টার অফিস আছে। এ সকল অফিসে প্রায় ২০ হাজার নকলনবিশ রয়েছে। যারা মুক্তিযুদ্ধের পর থেকেই বৈষম্যের শিকার। এই বৈষম্য দূরীকরণে সমবেত নকলনবিশগণ অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এক দফা দাবি নকলনবিশদের চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়।

টিএইচ