সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাটখিলে বন্যার্তদের মধ্যে মাহবুব উদ্দিন খোকনের ত্রাণসমগ্রী বিতরণ 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

চাটখিলে বন্যার্তদের মধ্যে মাহবুব উদ্দিন খোকনের ত্রাণসমগ্রী বিতরণ 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গত শুক্রবার চাটখিল উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

তিনি ১নং শাহাপুর ইউনিয়নের ৩টি আশ্রয়কেন্দ্র, রাম নারায়ণপুর ইউনিয়নের ১টি, পরকোট  ইউনিয়নের ২টি এবং পৌরসভার ৩টি আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী বিতরণ করেন। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় লোকজনের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আ.লীগ একটি চোরের দল তারা জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, স্কুলের ম্যানেজিং কমিটিসহ সব নির্বাচনে ভোট চুরি করেছে, ব্যালেট পেপার জালিয়াতির মাধ্যমে দিনের ভোট রাতে করে গত ১৫-১৬ বছর ধরে অপশাসন এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে।  

জনতার আন্দোলন তাদের মা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সঙ্গে সমস্ত মন্ত্রী-এমপিরাও পালিয়ে গেছে। তারা ব্যাংকের টাকা চুরি করে দেশকে একটি লুটপাটের আখড়া বানিয়ে দিয়েছে। জনতার আদালতে সমস্ত অপকর্মের বিচার হবে। তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান। 

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আবু হানিফ, সদস্য সচিব শাজাহান রানা, পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ