সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাটমোহরে মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে যুবক আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি)

চাটমোহরে মহানবীকে নিয়ে কটূক্তির দায়ে যুবক আটক

পাবনার চাটমোহরে ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাসকারী যুবককে মঙ্গলবার (১২ নভেম্বর) আটকের পর পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার দিনগত রাতে পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে প্রশান্তকে আটক করা হয়।   

উল্লেখ্য, হান্ডিয়াল বল্লভপুর গ্রামের কালাচাদ সরকারের ছেলে প্রশান্ত সরকার বিভিন্ন সময়ে তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে আসছিলেন। 

গত ৯ নভেম্বর বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে মুসলিম জনতা প্রশান্তকে আটকের দাবিতে বিক্ষোভ কর। এক পর্যায়ে গত সোমবার মুসলিম জনতার পক্ষ থেকে ওই যুবকের নামে চাটমোহর থানায় মামলা হয়। মামলা নং-০৯।

চাটমোহর থানার ওসি) মঞ্জুরুল আলম জানান, ইসলাম ধর্ম ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী যুবককে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ