সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চাটমোহর থেকে অপহূত স্কুলছাত্র বড়াইগ্রামে উদ্ধার 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

চাটমোহর থেকে অপহূত স্কুলছাত্র বড়াইগ্রামে উদ্ধার 

পাবনার চাটমোহরে মাত্র ৫০ হাজার টাকার জন্য আপন মামাতো ভাইয়ের হাতে অপহূত মাহিম হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। 

গত সোমবার সন্ধ্যায় বড়াইগ্রামের রাজ্জাক মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মাহিম চাটমোহরের মস্তালিপুর গ্রামের নাজমুল হোসেনের ছেলে ও চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আটক আলী শারাফী (২৬) একই উপজেলার করকোলা গ্রামের রবিউল করিমের ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রের মা মাবিয়া খাতুন বাদি হয়ে মামলা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহিম ও আলী শারাফী সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই। গত রোববার সন্ধ্যায় আলী শারাফী মোস্তালিপুর গ্রামে তার ফুপুর বাড়ি বেড়াতে যায়। কিছুক্ষণ পর ফুপাতো ভাই মাহিমকে সাইকেলে নিয়ে পাশের বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। 

বেশ কিছু সময় পরে আলী শারাফী মাহিমের বাবার মোবাইলে কল দিয়ে তার ছেলেকে অপরহণ করা হয়েছে জানিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।  অন্যথায় তার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।

এরপর তিনি আলী শারাফীকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। কিন্তু আলী শারাফী বাকি টাকার জন্য বার বার ফোন করতে থাকে। সেদিন রাতেই বিষয়টি চাটমোহর থানা পুলিশকে জানালে মাহিমকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর গত সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম থানা পুলিশের সহযোগিতায় চাটমোহর থানা পুলিশ কৌশলে রাজ্জাক মোড় এলাকা থেকে অভিযুক্ত আলী শারাফীকে আটক ও মাহিমকে উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় চাটমোহর থানায় অপহরণ মামলা হয়েছে চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, বিষয়টি শুনে অল্প সময়ের মধ্যে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর ওই স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধারসহ অভিযুক্তকে আটক করা হয়। 

টিএইচ