সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চাপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে।

পরে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছেন। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি।

এর আগে, গত ২২ জানুয়ারি যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হন। এ ঘটনায় বিএসএসফ দুঃখ প্রকাশ করে।

টিএইচ