শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

চারঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

চারঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রযুক্তিমেলার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম লাল ফিতা কেটে  উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার ফৌজদার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আশিকুর রহমান, উপ-সহকারী কৃষি র্কমকর্তা আমিরুল ইসলামসহ নার্সারি, কৃষকরা। সভা শেষে কৃষকদের মধ্যে বীজ, ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

টিএইচ