শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চারঘাটে বাণিজ্যিকভাবে আদা চাষে ঝুকছেন কৃষকরা

রাজশাহী ব্যুরো

চারঘাটে বাণিজ্যিকভাবে আদা চাষে ঝুকছেন কৃষকরা

রাজশাহীর চারঘাটে পতিত জমি, অনাবাদী জমি ও সাথী ফসলে আদা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। বাড়ির আঙ্গিনা, পেঁপে বাগান, আম বাগানসহ বিভিন্ন ছায়াযুক্ত জায়গায় বস্তায় মাটি ভরে আদা চাষে আগ্রহী হচ্ছেন তারা। 

উৎপাদন খরচ কম ও অধিক মুনাফা পাওয়ায় দিন দিন বস্তায় আদা চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাহিদায় মশলা জাতীয় এ ফসলের পরনির্ভরশীলতা কমানো, পতিত জমিসহ প্রতি ইঞ্চি জমির সুষ্ঠু ব্যবহার ও দেশীয় অর্থনীতিতে ভুমিকা রাখতে কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অধিদপ্তর বলে জানান উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার প্রায় অধিকাংশ কৃষি জমিতে আমের চাষ হয়। স্থানীয় কৃষকরা আম বাগানগুলোতে আম ছাড়া অন্য কোন ফসলের চাষ করতে পারে না বলে জমিগুলো পতিত অবস্তায় পড়ে থাকে। তাই বাগানগুলোতে আমের সঙ্গে সাথী ফসল হিসেবে বস্তায় আদা চাষ করে বাড়তি আয় করছেন কৃষকরা। 

চলতি অর্থবছরে প্রায় ১৫ হাজার বস্তায় প্রায় ১৫-২০ হাজার কেজি আদা চাষের টার্গেট করা হয়েছে। নীলফামারী জেলা থেকে দেশি জাতের বীজ সংগ্রহ করে বীজ বিতরণের মাধ্যমে প্রায় ১২০ জন কৃষক আদা চাষ করছেন বলে জানা যায়। সাধারণত আদা সারা বছর চাষাবাদ করা যায়, তবে মার্চ-এপ্রিল উপযুক্ত সময় বলে জানা যায়। 

সরেজমিনে গিয়ে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে ও নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক গ্রামে গিয়ে দেখা যায়, গাছ তলায়, বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদে অন্য ফসলের সঙ্গে কৃষকরা ছায়াযুক্ত জায়গায় বস্তায় আদা চাষ করছেন। এভাবে আদা চাষ করা ঝিকরা গ্রামের কৃষক জিয়ারুল জানান, তার আম বাগানের ছায়যুক্ত জায়গায় প্রাথমিকভাবে প্রায় ৫শ বস্তায় আদার চাষ করছেন। 

এভাবে আদা চাষে বস্তা প্রতি সার ও মাটি দিয়ে প্রায় ২৫-৩০ টাকা খরচ হয়। গাছগুলো খুব ভালো হওয়ায় তিনি আশা করছেন প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদার ফলন হবে যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। একই কথা বলেছেন জোতকার্তিক গ্রামের মাদ্রাসাশিক্ষক বেলাল হোসেন তিনি পেপে বাগানে প্রায় ১ হাজার বস্তায় আদা চাষ করছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। কৃষকদের আদা চাষে উৎসাহিত করছি আমরা। উপজেলায় দিন দিন আদা চাষির সংখ্যা বাড়ছে। এজন্য আদা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। 

টিএইচ