সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চারঘাটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চারঘাটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ 

রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা, ইয়াবাসহ মাদক ব্যবসাকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের দিকনিদের্শনায় সাব-ইন্সপেক্টর মাহবুব আলম, এসআই ফারুক, এএসআই মামুন-১, এএসআই দিনমোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর নিজ বসতভিটার আঙ্গিনায় তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ তসলিমা বেগম নামের এক নারী গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত হলো— উপজেলার শলুয়া ইউনিয়নের আব্দুল জলিল ছেলে বুলবুল (২৮), চান ছেলে সোয়েব (২২), আজগর আলীর ছেলে নয়ন ওরফে রাজ্জাক (৩০), মৃত আমজাদ মিয়া ছেলে রমজান আলী (২৫), অনুপমপুর গ্রামের নজের আলীর ছেলে বকুল (৩৭), কালুহাটি মৃত শুকুর আলী ছেলে এজাহারুল (৩৭), খোর্দ্দগোবিন্দপুর গ্রামের স্বামী ফারুকের স্ত্রী তসলিমা বেগম (৩৮) ও খোর্দ্দগোবিন্দপুর গ্রামের আক্কাস ছেলে শাকিলকে (৩২) গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, দুই কেজি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ মাদক ব্যবসা বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে গতকাল সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

টিএইচ