সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চারঘাট উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর দৌড়ঝাঁপ 

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি   

চারঘাট উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর দৌড়ঝাঁপ 

আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট উপজেলায় আ.লীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ইতোমধ্যে দৌঁড়ঝাপ শুরু করেছে। 

উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাপ কিবরিয়া বিপ্লব। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে, ফিরোজ আহম্মেদ লনি, আব্দুল্লাহ আল মামুন, ইলিয়াস সরকার, ইলিয়াস হোসেন, আশরাফ উদ্দৌলা ও নাজমুল হক। নারী ভাইস চেয়ারম্যান পদে, জান্নাতুল ফেরদৌসী লাবনী, ময়না খাতুন, দুই সাবেক নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন ও জমেলা বেগম, পারভীন আরা নাছরিন ও আশা খাতুন।

টিএইচ