শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

চার বছর বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২নং ইউনিট 

দিনাজপুর প্রতিনিধি

চার বছর বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২নং ইউনিট 

উত্তরাঞ্চরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাভিত্তিক ২নং ইউনিটটি দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ। ওভার হোলিংয়ে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তবুও চালু রাখতে পারেনি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। 

গত ৩১ জুলাই বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ৩য় ইউনিটটি চালু করতে প্রায় ১ মাস সময়ের বেশি লাগতে পারে। ৩য় ইউনিটি ডিভাইস নষ্ট হয়ে যায় এর কারণে ইউনিটি বন্ধ করতে হয়। বর্তমান ১নং ইউনিটটি চালু রাখা হয়েছে। এই ইউনিট থেকে মাত্র ৬০-৬৫ মেগাওয়াড বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। 

১নং ও ২নং ইউনিটটি স্থাপনের কয়েক বছর পর থেকে প্রতিবছর ওভার হোলিং করতে হয়। এতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়। জানা গেছে, ২য় ইউনিটি আর মেরামত করা সম্ভব নয়। মেরামত করতে গেলে আবারও চীনা কোম্পানির নিকট থেকে মালামাল এনে মেরামত করতে হবে। 

এতে বিপুল পরিমান অর্থ ব্যয় হবে। আবার অনেক মালামাল পাওয়াও সম্ভব নয়। এই কারণে ২নং ইউনিটটি গত ৪ বছর ধরে অকেজ অবস্থায় ফেলে রেখেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। চলতি মাসে ৩য় ইউনিটটি চালু করা হলে পূর্বের ন্যায় বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমান রাষ্ট্রের অবস্থার পরিপেক্ষিতে ৩য় ইউনিটের মালামাল আনতে সময় লাগছে। মালামাল আসা মাত্র ৩য় ইউনিটির মেরামত কাজ শুরু হবে। আশা করা যায় এ মাসের মধ্যে যথাসাধ্য চেষ্টা করব ৩য় ইউনিটি চালু করার জন্য। 

টিএইচ