উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বাগেরহাটে চিতলমারী উপজেলার সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) ওয়ার্কশপ অন ইনট্রোডাকসিং পার্টিসিপ্টেরি মনিটরিং অ্যান্ড ইভোলিউশন সিস্টেম অ্যাড উপজেলা লেভেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা ডাকাতিয়া গ্রামে এসডিএফ হলরুমে এ সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. আসাদুল্লাহ, তিনি বলেন, খালটি রক্ষণাবেক্ষণে দায়িত্ব আপনাদের। এই খালে কেউ যাতে ময়লা আবর্জনা না ফেলে এবং কেউ যাতে পাটা দিয়ে মাছ না ধরে।
খালের পানি শুধু কৃষি ও মৎস্য কাজে ব্যবহার করবেন। এতে মাছ ও সবজি ফলন ভালো হবে। কেউ যদি আইন অমান্য করে, তাহলে কর্তৃপক্ষকে জানাবেন। আরও বক্তব্য রাখেন ডাকাতিয়া খাল রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি অলোক কুমার বিশ্বাস, ভার্চুয়ালি বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর কবির, উপ প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি প্রমুখ।
এ সভায় উপস্থিতদের মধ্য থেকে ডাকাতিয়া খাল রক্ষণাবেক্ষণের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে। সভা শেষে সরেজমিন খননকৃত খালটি পরিদর্শন করেন ইউএনও তাপস পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ আহমেদ ইকবাল, এলজিইডি অফিসে কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ প্রমুখ।
টিএইচ