বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ডিসির মতবিনিময়

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

চিতলমারীতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ডিসির মতবিনিময়

বাগেরহাটের চিতলমারীতে  চিংড়ি ক্লাস্টারের  সুফলভোগী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী  উপজেলা চরডাকাতিয়া এসডিএফ অফিস হলরুম ও চিতলমারী সরকারি এস এম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে পৃথকভাবে এ মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলার প্রশাসক আহমেদ কামরুল হাসান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল,  থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সিফাত আল মারুফ, উপজেলা প্রকৌশলী অফিসার ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন, প্রাণিসম্পদ অফিসার আহমেদ ইকবাল প্রমুখ। 

জেলা প্রশাসক বিভিন্ন চিংড়ি ঘের ও সবজিক্ষেত পরিদর্শন করেন। এরপর সমাজসেবা অফিসে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গরীব বৃদ্ধা পরিবারকে গাভি, কৃষি অফিসে কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও মহিলা বিষয়ক অফিসে নারী উদ্যোক্তাদের মধ্যে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করেন। 

টিএইচ