বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলসমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনিকলসমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নাটোর চিনিকলের কৃষি কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ দাবিতে নাটোর সুগার মিল গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর সুগার মিলের মহাব্যবস্থাপক (জিএম) কৃষি ফেরদৌসুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন ডিজিএম সিপি ফারুক আহমেদ, ডিজিএম (ঋণ) মমতাজ পারভীন, ডিজিএম (সমপ্রসারণ) আব্দুল কুদ্দুস সুমন, নাটোর সুগার মিলের সাবেক সিআইসি আবু রায়হান ভুলু, সিবিএ সভাপতি ফিরোজ আলী ও সিডিএ আবু সাঈদ।
এসময় বক্তারা বলেন, এই শিল্পের কৃষি বিভাগকে শিল্প মন্ত্রণালয় থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে এই শিল্পের কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারীদের কৃষি সমপ্রসারণ মন্ত্রণালয়ের অধিভুক্ত করতে হবে।
টিএইচ