বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গার পারকৃষ্ণপুর মদনায় নৌকায় ভোট চাইলেন হাশেম রেজা

জিল্লুর রহমান মধু, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার পারকৃষ্ণপুর মদনায় নৌকায় ভোট চাইলেন হাশেম রেজা

বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদার পার কৃষ্ণপুর মদনা বাজারের জনাকীর্ণ এলাকায় পথসভায় বক্তৃতা করেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হাশেম রেজা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পার কৃষ্ণপুর মদনা বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবেদ আলী। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী জননেতা হাশেম রেজা বলেন, ‘বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন, গণমানুষের আস্থার ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে।’ 

এক সময় বিএনপি-জামায়াত জোট এবং তাদের দোসরদের কুৎসা রটনায় পদ্মা সেতুর নির্মাণকাজ থমকে গিয়েছিল। কিন্তু কাউকে পরোয়া না করে বিদেশি সহায়তা ছাড়াই দূরদর্শী ও আত্মবিশ্বাসী জননেত্রী শেখ হাসিনা নিজের দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। সেই স্বপ্নের পদ্মা সেতু কিন্তু আজ দৃশ্যমান। 

পদ্মা সেতুর ওপর দিয়ে চুয়াডাঙ্গাসহ খুলনা, বরিশাল অঞ্চলের মানুষ মাত্র তিন ঘণ্টায় ঢাকা থেকে নিজ জেলায় পৌঁছাতে সক্ষম হচ্ছে। এছাড়া মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেলের মতো বড় বড় মেগা প্রজেক্টের কাজ প্রায় সম্পন্ন করে শেখ হাসিনা সরকার বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। এটি সম্ভব হয়েছে আপনাদের মতো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং নৌকা প্রতীকের একনিষ্ঠ নেতাকর্মী হিসেবে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে। 

তাই আবারও সময় এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় সংখ্যাগরিষ্ঠ আসনে আসীন করে দেশের উন্নয়নধারাকে অব্যাহত রাখার। এই ধারা অব্যাহত রাখতে নিজেদের মধ্যে সব দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে নৌকার পতাকাতলে আসতে হবে। জনাব হাশেম রেজা বলেন, চুয়াডাঙ্গা-২ আসনে যিনিই নৌকা প্রতীক পান না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করব ইনশাআল্লাহ। 

আজকের এই জনাকীর্ণ পথসভায় নৌকার নেতাকর্মী হিসেবে আপনারা যারা উপস্থিত আছেন, তারা সবাই আজ শপথ গ্রহণ করুন আমরা সবাই নৌকাকে বিপুল ভোটে জয়ী করাব। আমরা সবার কাছে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতির কথা তুলে ধরে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাব।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জুড়ানপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরিফ উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আইনুদ্দিন মেম্বার, জীবননগর উথলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরফরাজ উদ্দিন, ঝিনাইদহ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাসুদ, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান ডাবলু, আশরাফুল মেম্বার, সানোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাহাবুল ইসলাম, বাবুল আক্তার, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন, জীবননগর উপজেলা যুবলীগ নেতা শাকিল আহমেদ, মাসুম বিল্লাহ, তরিকুল ইসলাম, পবন কুমার, নবাব আলী, রবি বিশ্বাস, আব্দুস সামাদ, মুক্তার আলী, জহুরুল, শাহাবুদ্দিন, আলিম বিশ্বাস, কবীর উদ্দিন, জাহিদ, বেগমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির আহমেদ, ছাত্রলীগ নেতা আলামিন, শাহাবুদ্দিন খান, আশরাফুল ও জাহিদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন আলম বিশ্বাস, অলিয়ার মণ্ডল, রাশেদুল ইসলাম, কবীর হোসেন, যুবলীগ নেতা শাকিল, সাব্বির, জিয়া, সবুজ, জহুরুল, কানু, পিন্টু, শাহীন, মিল্টু, দেলোয়ার, আজিম,   ছাত্রলীগ নেতা রঞ্জু, আল আমিন, হোসেন, রকি, মজিবুর রহমান, যুবলীগ নেতা আ. মজিদ, রবিউদ্দিন, আবু বক্কর, মামুন, আশরাফুল মেম্বার, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মশিউর রহমান, তারিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, জহিরুল, সাইফুল, নবাব, পিন্টু, হাইদার, ছলিম, শুভ, শুকুর আলী, আবু সাইদ, মন্টু, ছাত্রলীগ নেতা রকি, শুভ, রাশেদ মোল্লা, সৌরভসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

টিএইচ