বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাকির হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন ও বিসিবি থেকে আগত দায়িত্বপ্রাপ্ত হান্টার হাসানুজ্জামান। 

সোমবার (৩০ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় অনূর্ধ্ব ১৪ ঝিনাইদহ ও খুলনা জেলা দল। কুষ্টিয়া অনূর্ধ্ব-১৪ জেলা দলের দলনায়ক টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুষ্টিয়া জেলা দল নির্ধারিত ওভার ১০ উইকেট হারিয়ে  ১৫৩ রান সংগ্রহ করে। 

 ঝিনাইদহ জেলা দলের ১১৭ রানে আউট হয়। ৩৬ রানে কুষ্টিয়া জেলা দল শুভ সূচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা ভেন্যুতে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের প্রথম ও দ্বিতীয় লেগে অংশগ্রহণ করছে কুষ্টিয়া, ঝিনাইদহ ও খুলনা অনূর্ধ্ব -১৪ জেলা দল। আজ মঙ্গলবার ভেন্যুর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঝিনাইদহ ও খুলনা। 

টিএইচ