সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। রোববার (১৪ মে) চুয়াডাঙ্গা জেলা শহরের অদূরবর্তী মহলদার বাগানে এ আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুস মহলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। 

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বিভাষ কুমার সাহা, চুয়াডাঙ্গা জেলা ফল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ফারুক সিদ্দিকী, জেলা ফল ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম সহ-সভাপতি আব্দুল করিম, চুয়াডাঙ্গা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহালদার ইমরান আহমেদ রিন্টুসহ জেলার ফল ব্যবসায়ী সমিতির নেতারা ও ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। 

ফল সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক আলোচনা সভার পর অতিথিরা আমগাছে টোটা (নিরাপদে আম পাড়ার একটি নেট বাঁশের ফাঁস) বাঁধিয়ে আম পেড়ে মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ফলের রাজা হিসেবে খ্যাত আম চাষ পেশার সাথে যুক্ত হয়ে আমচাষীরা যেমন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, তেমনি  বিষমুক্ত আম সংগ্রহ ও বাজারজাতকরণ করে দেশের মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখবে। 

এ চাষে যেকোনো অসাধু পন্থা আমচাষীরা অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হলেও স্বাস্থ্যঝুঁকির ব্যাপক সম্ভাবনা থাকে। তাই আম ব্যবসায়ীরা যেমন এ সমাজেরই মানুষ, তেমনি এই সমাজের মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নিরাপদ ও বিষমুক্ত আম সংগ্রহ এবং বাজারজাতকরণের চেষ্টা করবেন বলে আমি আশা করি। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের জয়েন সেক্রেটারি ইসলাম রকিব, প্রথম আলো সাংবাদিক শাহ আলম সানি, এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, ৭১ টিভি প্রতিনিধি এম এ মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকারা। 

এ প্রশ্নের জবাবে চুয়াডাঙ্গা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস কুমার সাহা বলেন, চলতি মৌসুমে ২০৪৬৫ হেক্টর বিঘা আম বাগানে ২৮ হাজার ২৬৫ টন আম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি যদি অর্জন সম্ভব হয় তাহলে প্রতি কেজি আম ৫০ টাকা কেজি দরে বিক্রয় হলে তার বাজার মূল্য দাঁড়াবে ১৫০ কোটি টাকা।

টিএইচ