সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রাজাই শেখ ওরফে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক মধ্য বয়সীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা সদরের শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহের পীরতলা মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা রাতের কোনো এক সময় তাকে গলাকেটে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে গ্রামের লোকজন মাঠে যাওয়ার পথে সড়কের পাশে রাজা শেখের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

 ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান (পিপিএম সেবা)। এলাকাবাসী জানিয়েছেন ওরফে আব্দুর রাজ্জাক কবিরাজ গিরি করতেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্ডার আলী বলেন, অজ্ঞাত দুর্বৃত্তের দ্বারা গলা কেটে হত্যা করা হলেও এর নেপথ্যের ঘটনা তদন্ত করে খুঁজে বের করে দোষীদের গ্রেপ্তার করা হবে।

টিএইচ