চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষ কবি কাজী নজরুল ইসলাম চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় স্বপরিবারে কয়েকমাস অবস্থান করেছিলেন। লিখেছিলেন বেশ গান ও কবিতা। এ বছর জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে চুয়াডাঙ্গায় ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনে শনিবার (২৫ মে) কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নজরুল স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আটচালা ঘর। এ ঘর সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজী আলী আজগর টগর।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (অর্থ ও প্রশাসন) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, চুয়াডাঙ্গা সরকারি কলেজর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ, আটচালা ঘরের মালিক কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল করিম,কার্পাসডাঙ্গা কাজী নজরুল ইসলাম সৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সংস্কৃতি সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কার্পাসডাঙ্গার সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালি করা হয়। দামুহুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল সাড়ে ৫ টায় পুনরায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাতে নজরুল স্মৃতি সংঘ কার্পাসডাঙ্গার উদ্যোগে নাটক ‘নীলকুঠি’ মঞ্চস্থ হবে।
টিএইচ