শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 

গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার মনিটরিংকালে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের বড়বাজার, নীচের বাজার, পুরাতন গলির মার্কেট, ফেরিঘাট রোড, সমবায় নিউ মার্কেট ও আব্দুল্লাহ সিটিসহ শহরের ব্যস্ততম সড়কের দুপাশের  ফুটপথ অবমুক্তকরণের জন্য অভিযান পরিচালনা করেন। 

এ সময়  মূল্য তালিকা না থাকায় একটি মুদি দোকান ব্যবসায়ী, অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ীসহ চার গার্মেন্টস ব্যবসায়ীকে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজানে বাজার মনিটরিং করায় কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।

অভিযানে মাছ, মাংস (মুরগী, গরু, খাসি) ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা, নিত্য প্রয়োজনীয় পণ্যের যেন কোন মজুতদারি করা না হয় এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে মানুষের হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মূল্য তালিকা প্রদর্শন না করায় চুয়াডাঙ্গা বড় বাজারের রব্বুল স্টোরকে ২ হাজার টাকা, বেশি মূল্যে বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী কালু মিয়াকে ৫ হাজার টাকা, সমবায় নিউ মার্কেটের নন্দন এন্টারপ্রাইজকে ১০ হাজার, হূদয় গার্মেন্টসকে ৫ হাজার, চুয়াডাঙ্গা শাড়ি হাউজকে ২ হাজার এবং আব্দুল্লাহ সিটির বিপুল গার্মেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের যেন কোন মজুতদারি করা না হয় এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে মানুষের হয়রানি না করা হয়। এর ব্যতই হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যেমন অভিযান পরিচালিত হচ্ছে, তেমনি পবিত্র ঈদকে সামনে করে বিভিন্ন ধরনের ক্রাইম পার্টি তাদের অপ তৎপরতা বৃদ্ধি করতে পারে। তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকেই তৎপর। 

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আনিসুজ্জামান লালন,সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।

টিএইচ