সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

চুয়াডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসব, মিলন মেলা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অনুযায়ী  তণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।  

উপজেলার ০৪টি প্রতিবন্ধী বিদ্যালয়র অংশগ্রহণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব শেষে সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মিজানুর রহমান।

বিকেলে সমাপনী অনুষ্ঠানে শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ  জহিরুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজুল ইসলাম, সহকারী পরিচালক জাকির হোসেন খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সদস্য সচিব  ফাহিম উদ্দিন মুভিন।

ক্রীড়া প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, বিপুল হাসান হ্যাজি, আব্দুল হাই, বিলকিস নাহার ও ফিরোজ উদ্দিন।

টিএইচ