চুয়াডাঙ্গায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ অক্টোবর) দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিরে আসে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এবার পদে পদোন্নতিপ্রাপ্ত (অর্থ প্রশাসন) রিয়াজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ও জেলা শিশু একাডেমির উপ-পরিচালক আফসানা ফেরদৌস।
টিএইচ