বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা 

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সদর উপজেলার বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। 

শুক্রবার (১৬ আগস্ট) সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, জেলা সদরের বড় বাজার পুরাতন গলিতে মেসার্স আর এন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে ভয়াবহ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। 

আটা ময়দাসহ বিভিন্ন পণ্যের মেয়াদ চলে যাওয়ার পরও সেগুলোর মেয়াদ মুছে ফেলে পুণরায় বিক্রয় করা হচ্ছিল। এছাড়াও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমানে মেয়াদউত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকাও প্রদর্শন করা হয়নি। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কিশোর কুমার আগরওয়ালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদউত্তীর্ণ পণ্য ও মেয়াদ মুছে ফেলা পণ্যগুলোকে জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে মেসার্স জলযোগ মিস্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানে তদারকিতে আরও ভয়াবহ অনিয়ম দেখতে পাওয়া যায়। খুবই অস্বাস্থ্যকর নোংরা স্যাঁতসেতে পরিবেশে তৈরি হচ্ছে নানাবিধ খাদ্যপণ্য। মিষ্টি তৈরির উপকরণগুলোর মধ্যে পাওয়া যায় ইদুরের বিষ্ঠা। ফ্রিজে রাখা দইয়ের কাপে পাওয়া যায় সিগারেটের ছাই। কর্মচারীদের কোন স্বাস্থ্যবিধি নাই।

 তৈরি করা দই ফ্রিজে রেখে বিক্রয় করা হলেও মানা হচ্ছে না মোড়কীকরণ বিধি (মেয়াদ মূল্য না লেখা)। বিভিন্ন লেখা কাগজ ও ছাপা কাগজের অস্বাস্থ্যকর ঠোংগায় বিক্রয় করা হচ্ছে নানা রকম খাবার। পুর্বে সতর্ক করা স্বত্তেও এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এক বস্তারও অধিক অস্বাস্থ্যকর ছাপা ঠোংগা জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, পরিচালিত অভিযানে সবজি, হোটেল, মিষ্টির দোকান, মুদি দোকানসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। এছাড়া সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

টিএইচ