অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, পণ্যের যথাযথভাবে মূল্য ও তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১ মার্চ) চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে সেমাই কারখানাসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করায় আবুল কালাম আজাদের মেসার্স খান ফ্লাওয়ার মিলস ১৫ হাজার টাকা এবং ফলের দোকানে মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে গৌতমের মেসার্স গৌতম স্টোরকে ১ টাকা হাজার ও হাসিবের ফলের দোকানকে ১ হাজার টাকা, মূল্য তালিকা না প্রদর্শন করা এবং বেশি দামে তেল বিক্রি করার জন্য চঞ্চল হোসেনের মেসার্স সেলিম স্টোরকে ১০ হাজার টাকা এবং পণ্যের যথাযথভাবে তথ্য সংযোজন না করা এবং বেশি দামে পণ্য বিক্রয়ের কারণে রশিদুল ইসলামের স্বপ্ন বাজারকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
টিএইচ