সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস  উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায়  প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। 

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদের প্রশাসক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) অর্থ প্রশাসন রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও ব্যবস্থাপনা শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সরকারি-বেসরকারি সকল দপ্তরের প্রতিনিধিরা, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
 
টিএইচ