সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২৮ তরুণ-তরুণী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২৮ তরুণ-তরুণী

চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলো ২৮ তরুণ তরুণী, গত শনিবার রাতে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার জন্য নির্বাচিত হতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন চুয়াডাঙ্গার তরুণ-তরুণ ও অভিভাবকরা।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে জানানো হয় যে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলার ২৮জন তরুণ-তরুণী। 

নিয়োগের সকল প্রক্রিয়া মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে মর্মে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে স্থানীয় পত্রিকা/ফেসবুকে প্রকাশের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার চাকরি প্রত্যাশীদের প্রতারক/দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে ১২০ টাকা। 

নিয়োগ বোর্ডের সভাপতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৮জন তরুণ-তরুনীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন ও বাংলাদেশ পুলিশে স্বাগত জানান। 

ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. কামরুল আহসান, দেবাশীষ কর্মকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচ