বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস 

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস 

আজ মঙ্গলবার সকালে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সিরাজঞ্জের তাপমাত্রাও নেমেছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এছাড়া ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন। সোমবার (২২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন সকালে ঢাকার আকাশে সূর্যের দেখা না মিললেও মঙ্গলবার সকালে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। সিরাজগঞ্জেও রোদের দেখা মিলেছে। তবে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতে কাঁপছে মানুষ।

তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

টিএইচ