সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গার কুড়ালগাছি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গার কুড়ালগাছি মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলার কুড়ুলগাছি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য এবং দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক জননেতা হাশেম রেজা।

এ সময় জননেতা হাশেম রেজা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় নিষ্পাপ শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়। যে রাজনীতি বুঝত না, রাজনীতি করত না, রাজনীতির আশপাশেও ছিল না তাকেও হত্যা করে ঘাতকরা। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশু তার যে নিষ্পাপ হাসি তা জঘন্য, নির্মম ও নিষ্ঠুরভাবে সেদিন থামিয়ে দেয়া হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মম হত্যার শিকার হন। ২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ‘ক’ বিভাগের আওতায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জš§দিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করে।

টিএইচ