সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সৌজন্যে প্রীতিভোজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সৌজন্যে প্রীতিভোজ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্যে প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।

‘প্রীতি ও প্রেমের বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে’ এই প্রীতিময়  স্লোগানে মঙ্গলবার (৭ নভেম্বর) চুয়াডাঙ্গা পুলিশ পুলিশ পার্কে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার বীর মুক্তিযুদ্ধা সন্তান আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্পস) নাজিম উদ্দীন আল আজাদ, ডিআইও ওয়ান আবু জেহাদ খন্দকার ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক আকবার, আমাদের সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ চুয়াডাঙ্গা প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

এই আয়োজনের মূল রূপকার চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন বলেন, সাংবাদিক ও পুলিশ সবসময়ই পাশাপাশি থেকে সমাজের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করে থাকে। তাই দুটি পেশার মানুষের কাজ যেহেতু অনেকটাই একই রকম সেই কারণে এ দু-পেশার মানুষের মধ্যে প্রীতির বন্ধন টা আরো সুদৃঢ় করার জন্যই আজকের এই আয়োজন। 

প্রীতিভোজ শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে চমৎকার  রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ আকর্ষণীয় রাফেল ড্র তে উপস্থিত প্রত্যেক সাংবাদিকদের জন্য ছিল উপহার, চুয়াডাঙ্গা জেলার নামের বানানের অক্ষর নিয়ে গোপন লটারিতে ৯ জন সাংবাদিক বিশেষ পুরস্কার লাভ করেন।

টিএইচ