সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণ 

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪,৬১০ জন দুস্থ, অসহায় নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) এ চাল বিতরণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। 

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মহলদার ইমরান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা আঞ্জু রত্না, শাহিনা আক্তার রুবি, শেফালী খাতুন, কনজারভেন্সি অফিসার জোবায়ের আহমেদ, অফিস সহায়ক সোহেল রানা, আব্দুল গনি, মানিক প্রমুখ। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাযায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ,অসহায় ও দুস্থ নারী পুরুষের মধ্যে খাদ্য সহায়তার অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের স্মারকে ৪৬১০ জন নারী পুরুষের মধ্যে ৪৬ হাজার ২১০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হয়। 

এরমধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার সংরক্ষিত ৩ জন মহিলা কাউন্সিলরের মাধ্যমে ১২০ টি করে ৩৬০ টি ভিজিএফ কার্ড, ৯ জন সাধারণ কাউন্সিলরের মাধ্যমে ২৯০ টি করে ২৬১০ টি ভিজিএফ কার্ড ও চুয়াডাঙ্গা পৌরমেয়রের ১,৬৫১ টি ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর ও পৌর মেয়রের মাধ্যমে সর্বমোট ৪৬ হাজার ২১০ কেজি চাল বিতরণ করা হয়।

টিএইচ