শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ভিজিএফের চাল বিতরণ

চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিম্ন আয়ের ৪ হাজার ৬২১ জন  দুস্থ নারী পুরুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।

 বিতরণকৃত এসব ভিজিএফ কার্ডের মধ্যে পৌরসভার ৯জন কাউন্সিলর প্রত্যেকে ২৯০ টি, সংরক্ষিত ৩জন মহিলা কাউন্সিলর ১২০ টি করে  ও  পৌরমেয়র ১,৬২১ টি ভিজিএফ কার্ড বিতরণ করেন।  

এ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চুয়াডাঙ্গা পৌরসভার ৪৬২১ জন দুঃস্থ নারী পুরুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম চলে। চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানা গেছে , ভিজিএফ কার্ড ধারী প্রত্যেক নারী পুরুষকে জনপ্রতি ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কনজারভেন্সি অফিসার জুবায়ের আহমেদ, টিকাদান সুপার ভাইজান আলী হোসেন, কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, আব্দুল গনি, সোহেল রানা প্রমুখ।

টিএইচ