সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চুয়াডাঙ্গা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ  

চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।  

সোমবার (৩১ জুলাই) চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। 

ফাইনালে বঙ্গবন্ধু অর্থাৎ বালক বিভাগে খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে অর্থাৎ বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু।

টিএইচ