যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী কন্দাল ফসল কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সুস্মিতা সাহা এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার (এসএপিপিও) শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আমিরুল ইসলাম, বাদশাহ ফয়সাল, মনিরুল ইসলাম প্রমুখ।
তিন দিনের এ কৃষিমেলায় বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শেনের জন্য ১৫টি স্টল বসিয়েছেন। উদ্বোধন শেষে অতিথিরা কৃষিমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। কৃষিনির্ভর সফল বাংলাদেশ গড়ার লক্ষে শীতকালীন পিঠা, নলেন খেজুর গুড়, পাটালী তৈরি ও বিভিন্ন জাতের দেশি ফল-ফলাদি যার মধ্যে মেটে আলু, কমলা লেবু, মানকচু, ফুলকপি, টমেটো, বেগুন, ওল, মুকিকচু, ড্রাগন ফল অন্যতম।
টিএইচ