বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে  আ.লীগ অফিসে আগুন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে  আ.লীগ অফিসে আগুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আ.লীগ কার্যালয়ের কক্ষে গত মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবিসহ আসবাবপত্র পুড়ে গেছে। 

এ বিষয়ে চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন  জানান, গত মঙ্গলবার রাতে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা আগুন দিয়েছে শুনেছি। তারা আরও জানান, ওই ইউনিয়ন আ.লীগের নেতারা কার্যালয়ে এসে আগুন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

তারা বলেন, আমরা ধারণা করছি অবরোধকে কেন্দ্র করে বিএনপি-জামাত এ অগ্নিসংযোগ করেছে। এর আগেও  বিএনপি জামাত বিভিন্ন ইউনিয়ন আ.লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছিল। ওই ঘটনায় করা মামলা এখনও চলমান রয়েছে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি হারুন অর রশীদ জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ইউনিয়ন আ.লীগ অফিস পরিদর্শন করেছি। আলামত সংগ্রহ করেছি। আ.লীগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আমরা এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। 

টিএইচ