শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস

চৌহালী প্রতিনিধি 

চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেড় জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ। 

মঙ্গলবার (২৩ মে) মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও আনসার বাহিনীর উপস্থিততে এসব জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহীর অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন রক্ষায় নদীকে নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ২ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী ও একটি বেড় জাল জব্দ করা হয়।  

উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের উপস্থিতিতে জালগুলো যমুনা নদীর তীরের জলাভূমিতে পুড়িয়ে ধবংস  করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন, এসআই শামচুল ইসলাম, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও এএসআই শরিফুল ইসলাম প্রমুখ।

টিএইচ