বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

চৌহালী (সিরাজগঞ্জ)  প্রতিনিধি 

চৌহালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

চৌহালী উপজেলা সভাকক্ষে সোমবার (৮ জুলাই) ইউএনও মাহবুব হাসানের সভাপতিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জহুরা পারভীন জোসনা, ভাইস (পুরুষ) চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা অফিসার গিয়াস উদ্দিন, সমাজসেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গ, উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা মিটিংয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা।

টিএইচ