বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

চৌহালীতে নবাগত  ইউএনওর পরিচিতি ও মাসিক  সভা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে নবাগত  ইউএনওর পরিচিতি ও মাসিক  সভা

সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) উপজেলা হলরুমে  ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন,  উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, জেলা  আ.লীগের উপদেষ্টা হজরত আলী মাস্টার, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুর রহমান, থানার ওসি হারুন অর রশীদ, শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার প্রমুখ। 

নবাগত  ইউএনও মাহবুব হাসান  বলেন, সরকারি অফিস হবে জনবান্ধন, কর্তা হবে সেবক। এলাকার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে সকলের সহযোগিতা চাই। 

টিএইচ