রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। 
গ্রহণযোগ্য অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রোববার (১৯ মে) উপজেলার চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন। চৌহালী ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক  লিটুস  লরেন্স চিরান। 

বিশেষ অতিথি, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন দপ্তরের   কর্মকর্তা/কর্মচারীরা।

টিএইচ