বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালী থানার নবাগত ওসির  যোগদান

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালী থানার নবাগত ওসির  যোগদান

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী থানার নবাগত ওসি মো. জিয়াউর রহমান যোগদান করেছেন। চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্তর পিপিএম কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি বেলকুচি সার্কেলে কর্মরত ছিলেন। জিয়াউর রহমানের জন্ম রংপুর জেলার মিঠাপুকুর থানার। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০০৫  সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। এর আগে তিনি বিভিন্ন জেলার বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

চৌহালী থানায় যোগদানের পর (ওসি) মো. জিয়াউর রহমান  বলেন, থানা এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা নিয়ে অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যর্থনের পর সারাদেশে পুলিশের সংস্কারের ধারাবাহিকতায়  চৌহালী থানার ওসি বদলি হলে তার কর্মস্থলে নবাগত ওসি  জিয়াউর রহমান  যোগদান করেন।

টিএইচ