পাবনার ঈশ্বরদীতে ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার সময় আসিফ বিশ্বাস ও রুবেল মৃধা নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলা (দেওয়ানের ঢাল) নামক স্থানে এ ঘটনা ঘটে।
আটক আসিফ বিশ্বাস ওই ইউনিয়নের মানিকনগর (বিশ্বাস পাড়া) গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে ও রুবেল মৃধা জয়নগর মধ্যপাড়া গ্রামের নাজু মৃধার ছেলে ও সলিমপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক মাদক ব্যবসায়ী আসিফ বিশ্বাস ও রুবলে মৃধা এক প্রতিবেশীর ছাগল চুরি করে। পরে ছাগলটি বস্তায় ভরে মোটরসাইকেল যোগে দাশুড়িয়া দিকে যাওয়ার সময় কোলেরকান্দি বটতলা এলাকায় হাইওয়ে পুলিশের টহল দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে। পরে ঈশ্বরদী থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।
স্থানীয়রা আরও জানান, আটক আসিফ ও রুবেল মৃধার প্রায়ই পথচারীদের হাত থেকে মোবাইল ফোন, টাকা ছিনতাই ও ছাগল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
টিএইচ